Farrukh Ahmed

Bangla Kobita of Farrukh Ahmed #1

-ফররুখ আহমদ



সকল রুদ্ধ ঝরোকা খুলে দাও
খুলে দাও সকল রুদ্ধ দরোজা।
আসুক সাত আকাশের মুক্ত আলো
আর উচ্ছল আনন্দের মত
বাগে এরেমের এক ঝাঁক মৌমাছি .. ..
যেন এই সব পাথরের ফুলের মাঝখান থেকে
আমি চিনে নিতে পারি
রক্তমনির চেয়েও লাল সুনভিত
একটি তাজা রক্ত গোলাপ;
আমার ব্যথিত আত্মা আর্তনাদ করে উঠলো
দাউদের পুত্র সোলায়মানের মতো
কেননা দ্বিধা-দ্বন্দ্বের আকাশ আছে পৃথিবীতে
চিরন্তন শুধু সত্যের অন্বেষা।


ফ্রী হাজার হাজার কবিতা আপনার মোবাইলে পেতে "কবিতা সমগ্র" অ্যাপটি ডাউনলোড করুন। এই অ্যাপটির মাধ্যমে আপনি কবিতা এসএমএস, শেয়ার, রেটিং, লেখার ডিজাইন পরিবর্তন ইত্যাদি বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করতে পারবেন। ডাউনলোড লিংকঃ
https://play.google.com/store/apps/details?id=com.bangaliapps.bangla_kobita_samogro



Bangla Kobita of Farrukh Ahmed #2

-ফররুখ আহমদ


ঝুমকো জবা বনের দুল
উঠল ফুটে বনের ফুল।
সবুজ পাতা ঘোমটা খোলে,
ঝুমকো জবা হাওয়ায় দোলে।
সেই দুলুনির তালে তালে,
মন উড়ে যায় ডালে ডালে।


ফ্রী হাজার হাজার কবিতা আপনার মোবাইলে পেতে "কবিতা সমগ্র" অ্যাপটি ডাউনলোড করুন। এই অ্যাপটির মাধ্যমে আপনি কবিতা এসএমএস, শেয়ার, রেটিং, লেখার ডিজাইন পরিবর্তন ইত্যাদি বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করতে পারবেন। ডাউনলোড লিংকঃ
https://play.google.com/store/apps/details?id=com.bangaliapps.bangla_kobita_samogro



Bangla Kobita of Farrukh Ahmed #3

-ফররুখ আহমদ



রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
এখনো তোমার আসমান ভরা মেঘে?
সেতারা, হেলাল এখনো ওঠেনি জেগে?
তুমি মাস্তলে, আমি দাঁড় টানি ভুলে;
অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি।

রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
দীঘল রাতের শ্রান্তসফর শেষে
কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে?
এ কী ঘন-সিয়া জিন্দেগানীর বা’ব
তোলে মর্সিয়া ব্যথিত দিলের তুফান-শ্রান্ত খা’ব
অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরী।
তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে;
সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি।

রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
বন্দরে বসে যাত্রীরা দিন গোনে,
বুঝি মৌসুমী হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে,
বুঝি কুয়াশায়, জোছনা- মায়ায় জাহাজের পাল দেখে।
আহা, পেরেশান মুসাফির দল।
দরিয়া কিনারে জাগে তক্দিরে
নিরাশায় ছবি এঁকে!
পথহারা এই দরিয়া- সোঁতারা ঘুরে
চলেছি কোথায়? কোন সীমাহীন দূরে?
তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে;
একাকী রাতের ম্লান জুলমাত হেরি!


রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে,
দরিয়া- অথই ভ্রান্তি- নিয়াছি ভুলে,
আমাদেরি ভুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা, শশী।
মোদের খেলায় ধুলায় লুটায়ে পড়ি।
কেটেছে তাদের দুর্ভাগ্যের বিস্বাদ শর্বরী।
সওদাগরের দল মাঝে মোরা ওঠায়েছি আহাজারি,
ঘরে ঘরে ওঠে ক্রন্দনধ্বনি আওয়াজ শুনছি তারি।
ওকি বাতাসের হাহাকার,- ও কি
রোনাজারি ক্ষুধিতের!
ও কি দরিয়ার গর্জন,- ও কি বেদনা মজলুমের!
ও কি ধাতুর পাঁজরায় বাজে মৃত্যুর জয়ভেরী।

পাঞ্জেরি!
জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি,
জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকুটি হেরি!
দেখ চেয়ে দেখ সূর্য ওঠার কত দেরি, কত দেরি!




ফ্রী হাজার হাজার কবিতা আপনার মোবাইলে পেতে "কবিতা সমগ্র" অ্যাপটি ডাউনলোড করুন। এই অ্যাপটির মাধ্যমে আপনি কবিতা এসএমএস, শেয়ার, রেটিং, লেখার ডিজাইন পরিবর্তন ইত্যাদি বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করতে পারবেন। ডাউনলোড লিংকঃ
https://play.google.com/store/apps/details?id=com.bangaliapps.bangla_kobita_samogro



Bangla Kobita of Farrukh Ahmed #4

-ফররুখ আহমদ



বৃষ্টি এল কাশ বনে
জাগল সাড়া ঘাস বনে,
বকের সারি কোথা রে
লুকিয়ে গেল বাঁশ বনে।
নদীতে নাই খেয়া যে,
ডাকল দূরে দেয়া যে,
কোন সে বনের আড়ালে
ফুটল আবার কেয়া যে।

গাঁয়ের নামটি হাটখোলা,
বিষটি বাদল দেয় দোলা,
রাখাল ছেলে মেঘ দেখে,
যায় দাঁড়িয়ে পথ-ভোলা।
মেঘের আঁধার মন টানে,
যায় সে ছুটে কোন খানে,
আউশ ধানের মাঠ ছেড়ে
আমন ধানের দেশ পানে।


ফ্রী হাজার হাজার কবিতা আপনার মোবাইলে পেতে "কবিতা সমগ্র" অ্যাপটি ডাউনলোড করুন। এই অ্যাপটির মাধ্যমে আপনি কবিতা এসএমএস, শেয়ার, রেটিং, লেখার ডিজাইন পরিবর্তন ইত্যাদি বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করতে পারবেন। ডাউনলোড লিংকঃ
https://play.google.com/store/apps/details?id=com.bangaliapps.bangla_kobita_samogro





Bangla Kobita of Farrukh Ahmed #5

-ফররুখ আহমদ



কত যে আঁধার পর্দা পারায়ে ভোর হল জানি না তা ।
নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা ।
দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা।
তবু জাগলে না ? তবু, তুমি জাগলে না ?
সাত সাগরের মাঝি চেয়ে দেখো দুয়ারে ডাকো জাহাজ,
অচল ছবি সে, তসবির যেন দাঁড়ায়ে রয়েছে আজ ।
হালে পানি নাই, পাল তার ওড়ে নাকো,
হে নাবিক! তুমি মিনতি আমার রাখো;
তুমি ওঠে এসো, তুমি ওঠে এসো মাঝি মাল্লার দলে
দেখবে তোমার কিশতি আবার ভেসেছে সাগর জলে,
নীল দরিয়ায় যেন সে পূর্ণ চাঁদ
মেঘ তরঙ্গ কেটে কেটে চলে ভেঙে চলে সব বাঁধ ।
তবু তুমি জাগো, কখন সকাল ঝরেছে হাসনাহেনা
এখনো তোমার ঘুম ভাঙলো না ? তবু, তুমি জাগলে না ?
দুয়ারে সাপের গর্জন শোনো নাকি ?
কত অসংখ্য ক্ষুদধিতের সেথা ভির,
হে মাঝি ! তোমার বেসাতি ছড়াও, শোনো,
নইলে যে-সব ভেঙে হবে চৌচির ।

তুমি দেখছ না, এরা চলে কোন আলেয়ার পিছে পিছে ?
চলে ক্রমাগত পথ ছেড়ে আরও নিচে !
হে মাঝি ! তোমার সেতারা নেভেনি একথা জানো তো তুমি,
তোমার চাঁদনি রাতের স্বপ্ন দেখেছে এ মরুভূমি,
দেখো জমা হল লালা রায়হান তোমার দিগন্তরে;
তবু কেন তুমি ভয় পাও, কেন কাঁপো অজ্ঞাত ডরে !
তোমার জাহাজ হয়েছে কি বানচাল,
মেঘ কি তোমার সেতারা করে আড়াল ?
তাই কি অচল জাহাজ ভাঙা হাল
তাই কি কাঁপছে সমুদ্র ক্ষুধাতুর
বাতাস কাঁপানো তোমার ও ফাঁকা পাল ?
জানি না, তবু ডাকছি তোমাকে সাত দরিয়ার মাঝি,
প্রবাল দ্বীপের নারিকেল শাখা বাতাসে উঠেছে বাজি ?

এ ঘুমে তোমার মাঝিমাল্লার ধৈর্য নেইকো আর,
সাত সমুদ্র নীল আকাশে তোলে বিষ ফেনভার,
এদিকে অচেনা যাত্রী চলেছে আকাশের পথ ধরে
নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা ।
বেসাতি তোমার পূর্ণ করে কে মারজানে মর্মরে ?
ঘুমঘোরে তুমি শুনছ কেবল দুঃস্বপ্নের গাঁথা ।

উচ্ছৃঙ্খল রাত্রির আজো মেটেনি কি সব দেনা ?
সকাল হয়েছে । তবু জাগলে না ? তবু তুমি জাগলে না ?
তুমি কি ভুলেছ লবঙ্গ ফুল, এলাচের মৌসুমী,
যেখানে ধূলিতে কাঁকরে দিনের জাফরান খোলে কলি,
যেখানে মুগ্ধ ইয়াসমিনের শুভ্র ললাট চুমি
পরীর দেশের স্বপ্ন সেহেলি জাগে গুলে বকাওলি ?
ভুলেছ কি সেই প্রথম সফর জাহাজ চলেছে ভেসে
অজানা ফুলের দেশে,
ভুলেছ কি সেই জমরুদ তোলা স্বপ্ন সবার চোখে
ঝলসে চন্দ্রলোকে,
পাল তুলে কোথা জাহাজ চলেছে কেটে কেটে নোনা পানি,
অশ্রান্ত সন্ধানী ।




Tags:
Bangla kobita, Bangla poem, Bangla kobita Samogro,bangla kobita,bangla sms kobita,bangla premer kobita,premer kobita,bangla love kobita,bangla kobit ,mp3,shesher kobita,www.bangla kobita.com,bengali kobita,bangla kobita collection,bangla kobita sms,kobita o gaan,kobita bangla,bangla kobita.com,bangla romantic kobita,valobashar kobita,valobasar Kobita,bangla kobita download,bangla kobita abritti,bangla kobita free download,bangla kobita love,kazi nazrul islam kobita,bangla valobashar kobita,bangla kobita lyrics,bangla kobita pdf,bangla ad kobita,kobita mp3,romantic bangla kobita,shesher kobita pdf,bengali songs

8 comments:

  1. hasir chora
    haste naki janena keu
    ke boleche vai
    ei shon na koto mojar
    golpo bole zai


    does anyone have this poem?

    ReplyDelete
    Replies
    1. yes.this poem name is hasi" rote by rokonujjaman khan"

      Delete
  2. সিরাজম মুনিরা মোহাম্মদ মুস্তফা কবিতাটা পাওয়া যাবে?

    ReplyDelete
    Replies
    1. কে আসে কে আসে সাড়া পড়ে যায়
      কে আসে কে আসে নতুন সাড়া
      জাগে সুষুপ্ত মৃত জনপদ জাগে শতাব্দী ঘুমেরপাড়া।
      হারা সম্বিত ফিরে দিতে বুকে তুমি আনো প্রিয় আবহায়াত
      জানি ‘সিরাজাম মুনীরা’ তোমার রশ্মিতে জাগে কোটি প্রভাত,

      Delete
  3. সিন্দবাদ কবিতা নাই কেন?

    ReplyDelete
  4. আমি আছি, আমি আছি!
    থাকবো এই পৃথিবীর নীড়ে,
    যতকাল রবে মোর হৃদয়ে সুপ্ত হাওয়া!!!
    ---দ্বীপু কুমার বিশ্বাস

    ReplyDelete
  5. আমি আছি, আমি আছি!
    থাকবো এই পৃথিবীর নীড়ে,
    যতকাল রবে মোর হৃদয়ে সুপ্ত হাওয়া!!!
    ---দ্বীপু কুমার বিশ্বাস

    ReplyDelete